User's Feedback List

Total Records: 5
entry_datetime first_name comment
10-03-2025 22:59 MAHMUD স্টক সিলেকশনের ক্ষেত্রে- ভাল কাজ করছে। প্রোগ্রামারের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমার মনে হয় অদূর ভবিষ্যতে টেক জায়ান্ট ট্রেডিং ভিউ, ইনভেস্টিং ডট কম এর মত ইন্ডাস্ট্রিজ এর নজর কাড়বে। একসাথে সব ডাটা দেখার ব্যবস্থা থাকলে আরও ভাল হতো, এখন ৫০ এর বেশী ডাটা দেখা যায় না।
09-03-2025 11:52 MAHMUD এক কথায় ইনোভেটিভ। যারা মোটামুটি ডাটাবেস সম্পর্কে জ্ঞান রাথে তাদের জন্য খুবই উপকারী। তবে সাধারণ ব্যবহারকারীর জন্য এটার একটা ভিডিও দরকার- "কিভাবে ব্যবহার করা হবে।"
24-02-2025 07:03 Saiful Islam এই StockRadarBD.com এপ্লিকেশন টি ফান্ডামেন্টাল ও ফোরকাস্ট এনালাইসিস অনেক তথ্য বহুলও কার্যকরী। বর্তমানে প্রতিটি স্টক এর মার্কেট ও সেক্টর অনযায়ী রাঙ্কিং দেখা যাচ্ছে যা লং-টার্ম ইনভেস্টমেন্ট এর একটি গুরুত্বপূর্ণ তথ্য। Forecast Analysis এর টপ স্টকগুলো মার্কেট অনযায়ী প্রাইস ইনক্রেসের তালিকায় প্রায়ই থাকছে যা অত্যন্ত জটিল ও বহুবিধ গবেষণার ফসল হিসাবেই আসা সম্ভব। আমি এই এপ্লিকেশন তীর নিয়মিত ব্যাবহারকারী। আমি এর সার্বিক মঙ্গল ও জনস্বার্থে আরো নির্ভরযোগ্য এপ্লিকেশন হিসাবে গরে উঠুক এই কামনা করছি।
12-02-2025 07:47 Md Mozaffar আমি নিয়মিত stockradarbd.com অ্যাপটি ব্যবহার করছি এবং এটি স্টক পূর্বাভাস ও লাভ নির্ণয়ের ক্ষেত্রে অসাধারণভাবে কার্যকর প্রমাণিত হয়েছে। এর উন্নত বিশ্লেষণমূলক পদ্ধতি ও সুচিন্তিত প্যারামিটার আমার বিনিয়োগ সিদ্ধান্তকে আরও দক্ষ ও ফলপ্রসূ করে তুলেছে। এক কথায়, এটি নিখুঁতভাবে নির্মিত একটি চমৎকার অ্যাপ।
11-02-2025 10:00 Tojibul Islam Its a great website for share market analysis